নিজস্ব প্রতিবেদন: গণপ্রহার রুখতে রাজ্য সরকারকেই ব্যবস্থা নিতে হবে। রাজ্য ‌যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আদালতকেই সক্রিয় হতে হবে। মঙ্গলবার গো রক্ষা নিয়ে সংঘটিত হিংসার একটি মামলায় শীর্ষ আদালত এই মন্তব্য করেছে। আদালত তার রায়ে বলে, ‘গোরক্ষা ও শিশু চুরির গুজবের নামে গণপ্রহার কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এটি এক ধরনের অপরাধ। কেউই আইন নিজের হাতে তুলে নিতে পারে না। রাজ্য সরকারকে এটি রুখতে ব্যবস্থা নিতে হবে।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অারও পড়ুন-‘ভেরিফিকেশন ছাড়াই আপাতত অনলাইনে কলেজে ভর্তি’, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী


প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে বিচারপতি এ এম খানওয়ালিকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দিয়েছে। এনিয়ে একটি নির্দেশও জারি করা হবে বলে বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আজকের মন্তব্যে কিছুটা চাপেই পড়ে গেল উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য।


আরও পড়ুন-আট বছরের ছোট্ট ঋজুকে খুন করেছেন বৌদি, গার্ডেনরিচের ঘটনায় চাঞ্চল্যকর মোড়
উল্লেখ্য, এ সপ্তাহেই মহারাষ্ট্রের ধুলেতে ছেলেধরা সন্দেহে একটি গণপ্রহারের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছর ধরে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। কখনও গো রক্ষার নামে, কখনও ছেলেধরা সন্দেহে গণপ্রহারের ঘটনা ঘটছে দেশের বিভিন্ন অংশে। এর বিরুদ্ধে গতবছর ৬ সেপ্টেম্বর রাজ্যগুলিকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর ফের রাজ্যকেই কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিল শীর্ষ আদালত।