ব্যুরো: কোন পথে হারানো জমি পুনরুদ্ধার হবে তা খুঁজতে আগামীকাল থেকে দলের সর্বোচ্চ সম্মেলনে মিলিত হচ্ছেন সিপিআইএম নেতারা। বিশাখাপত্তনমে প্রায় এক সপ্তাহের এই পার্টি কংগ্রেসেই ঠিক হতে চলেছে সিপিআইএমের নতুন রাজনৈতিক কৌশল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্ভবত এই পার্টি কংগ্রেসেই নতুন সাধারণ সম্পাদকও নির্বাচন করবে সিপিআইএম।বিজেপিকে ঠেকাতে বামেদের কৌশল কী হবে? সিপিআইএমে এই বিতর্ক দীর্ঘদিনের। কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে লড়াই নাকি দেশের সমস্ত বাম দলগুলোকে এককাট্টা করে লড়াই...এই নিয়ে মতানৈক্য রয়েছে সিপিআইএম শীর্ষ নেতাদের মধ্যেই। কোন পথে বিজেপিকে ঠেকাবে বামেরা তা খুঁজতেই মঙ্গলবার থেকে বিশাখাপত্তনমে সিপিআইএমের পার্টি কংগ্রেস।


বাম ঐক্যের কথা বলা হয়েছিল অতীতেও। তবে ঐক্যের বার্তা নিয়ে এই প্রথম মঙ্গলবার সিপিআইএমের পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে সিপিআইএমএল ও এসইউসিআই।