ওয়েব ডেস্ক: জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই দফায় দফায় উত্তপ্ত উপত্যকা। তিনদিনের হিংসায় ইতিমধ্যেই মৃত বত্রিশ। জখম চার শতাধিকেরও বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই পরিস্থিতিতেই আফ্রিকা সফর শেষে আজ দেশে ফিরে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী। সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকা সফর পিছিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রধানমন্ত্রীর নির্দেশে সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন তিনিও।


কাশ্মীরে নিহত হিজবুলের 'পোস্টার বয়'


রাতেই রাজনাথ সিংয়ের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ডোভাল। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীও। বৈঠকে ছিলেন সেনাবাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষকর্তারা। বৈঠক শেষে প্রতিরক্ষা মন্ত্রী জানান, উপত্যকার পরিস্থিতির উন্নতি হয়েছে। বিষয়টির দিকে নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তৈরি রয়েছে সেনাবাহিনীও।


আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই অশান্ত কাশ্মীর ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর