রাষ্ট্রপতি নির্বাচনে এরাজ্যে অতিরিক্ত ৫টি ভোট পেলেন রামনাথ কোবিন্দ
ওয়েব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে এরাজ্যের বিধানসভায় ক্রস ভোটিংয়ের প্রমাণ মিলল। পশ্চিমবঙ্গ থেকে ১১ বিধায়কের ভোট পেয়েছেন রামনাথ কোবিন্দ। বাতিল হয় ১০টি ভোট। বিজেপির ৩ বিধায়ক ও গোর্খা জনমুক্তি মোর্চার ৩ বিধায়কের ভোট রামনাথের পাওয়ার কথা ছিল। কিন্তু, তিনি ৫টি অতিরিক্ত ভোট পাওয়ায় প্রমাণিত হল, রাজ্য বিধানসভায় ক্রস ভোটিং হয়েছে। যার মানে দাঁড়াচ্ছে বাম-কংগ্রেস-তৃণমূল বিধায়কদের মধ্যেই কেউ কেউ NDA-এর রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট দিয়েছেন।
দেশের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রামনাথ কোবিন্দ। বিরোধী প্রার্থী মীরা কুমারকে হারিয়ে ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন NDA-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ। সংখ্যার জোরে রামনাথই এগিয়ে ছিলেন। ভোটের ফলেও তার কোনও হেরফের হল না। তবে, গতবার প্রণব মুখোপাধ্যায়ের ৬৯ শতাংশ ভোটের মার্জিন টপকাতে পারেননি রামনাথ। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।
আরও পড়ুন, নতুন ২০ টাকার নোট নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক