নিজস্ব প্রতিবেদন: ফের সেই পুলওয়ামায় সেনা কনভয়ে আইডি বিস্ফোরণ। রবিবার এই বিস্ফোরণে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান।
দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামার গোঙ্গু অঞ্চলে সেনারা যখন পুলওয়ামা রোড অতিক্রম করে যাচ্ছিলেন তখন বিস্ফোরণ হয়। আইডি বিস্ফোরণের দরুণ হাতে আঘাত পেয়েছেন এক জওয়ান। তবে এখন ওই জওয়ানের শারীরিক অবস্থা আগের থেকে ভালো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, সেনারা যখন গোঙ্গুর সারকুলার রোড পার করবে তখনই সেখানে আইডি বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা।


আরও পড়ুন:ভিডিয়ো: নমোর সফরের পর 'হাই জোশ' IAF-র, লাদাখে চক্কর যুদ্ধবিমান, অ্যাপাচে কপ্টারের


বিস্ফোরণের পর সমস্ত অঞ্চল ঘিরে ফেলা হয় এবং শূন্যে গুলিও চালানো হয়। জঙ্গিদের তাগিদে তল্লাশি অভিযানও শুরু হয়েছে ইতিমধ্যেই।


একজন পুলিস আধিকারিক জানিয়েছেন, পুলওয়ামা রোডের কাছে একটি ছোটখাটো বিস্ফোরণ হয়েছে। ১৮২ বিএন সিআরপির জিডি প্রদীপ দাসের হাতে সামান্য আঘাত লেগেছে।
সূত্র মারফত জানতে মিলেছে জঙ্গিরা গোঙ্গুর একটি গাছের কাছে এই আইডি রেখেছিল। সেনা কনভয় সে অঞ্চল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়।