ওয়েব ডেস্ক : দিনে-রাতে যখনই প্রয়োজন তখনই ছুটে যান এটিএম-এ। টাকা তোলার তাগিদে মাঝেমধ্যেই ভুলে যাই এটিএম-এ লেখা নিয়মকানুনগুলি। ফলে ঘটে যায় একের পর এক বিপদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিপূর্বেও, এটিএম-এ গ্রাহককে আক্রমণের ঘটনা ঘটেছছে। মারধর করা থেকে প্রাণে মেরে ফেলার মত ঘটনাও সেখানে ঘটেছে। কিছু ক্ষেত্রে অপরাধীকে ধরা সম্ভব হলেও, অধিকাংশ ক্ষেত্রেই পাড় পেয়ে যায় দুষ্কৃতীরা।


এই যেমন ঘটল রাজস্থানের যোধপুরে। সম্প্রতি, যোধপুরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম-এ ঢুকেছিলেন এক গ্রাহক। তাঁর পিছু নিয়েই সেখানে ঢুকে পড়ে আরও এক ব্যক্তি। এটিএম থেকে টাকা বের করতেই গ্রাহকের উপর হামলে পড়ে ওই দুষ্কৃতী। পকেট থেকে একটি ছুরি বের করে তাঁকে রীতিমতো কোপাতে থাকে। যদিও, শেষপর্যন্ত তাঁকে প্রাণে মারতে পারেনি ওই দুষ্কৃতী। এটিএম-এ থাকা সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার ভিডিওটি উঠে যায়। এদিকে, আক্রান্তের চিত্কারে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।