নিজস্ব প্রতিবেদন: বাংলা ও ওড়িশাকে তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় আমফান। বুধবার আমফানের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ৷ ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তির৷ সুপার সাইক্লোনের ধংসলীলায় তছনছ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ৷ ঘূর্ণিঝড় আমফানের এই ভয়াবহতাকে আয়লার থেকে ভয়ঙ্কর বলেই ব্যাখ্যা করল রাষ্ট্রসংঘ৷
 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রসংঘ জানাচ্ছে, ২০০৯ সালের মে মাসে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশে আছড়ে পড়া সুপার সাইক্লোন আয়লার থেকেও ভয়ঙ্কর আমফান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আমফানের সর্বোচ্চ ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার আর কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিমি। হিসাব বলছে, ১১ বছর আগে কলকাতায় ঘূর্ণিঝড় আয়লা ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল। সে বারের সুপার সাইক্লোনের ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন এলাকা। আর এ বারের ঝড়ের ধংসলীলার ছাপ পড়েছে সর্বত্র।
 


আমফানের ধাক্কায় কলকাতার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিকল হয়ে পড়েছে। বহু জায়গায় উপড়ে গিয়েছে গাছ, বৈদ্যুতের খুঁটি। বিদ্যুৎহীন এ রাজ্যের বহু এলাকা৷ তাই ঘূর্ণিঝড় আমফানের বিভীষিকা, ভয়াবহতা আয়লার থেকেও ভয়ঙ্কর বলেই মত রাষ্ট্রসংঘের৷