VIDEO: আঘাত হানল ফণি, পুরীতে লন্ডভন্ড ১০ দিক
সংবাদসংস্থা ANI-এর প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল বেগে বইছে হাওয়া, হাওয়ার দাপটে নুয়ে পড়ছে নারকেল গাছগুলি।
নিজস্ব প্রতিবেদন: আশঙ্কা সত্যি করে শুক্রবার সকাল ৮টার কিছু পরে উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ফণি। ওড়িশার পুরী জেলার চিলিকা হ্রদের পশ্চিমপাড় দিয়ে ভূভাগে প্রবেশ করে ঝড়টি। ভূভাগে আঘাত হানার সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার। যার জেরে উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছিল হাওয়া অফিস। শুক্রবার 'ফণি'-র ভূভাগে প্রবেশের যে ছবি প্রকাশ্যে এসেছে তা কিন্তু শিউরে ওঠার মতো। সংবাদসংস্থা ANI-এর প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল বেগে বইছে হাওয়া, হাওয়ার দাপটে নুয়ে পড়ছে নারকেল গাছগুলি। সামনে হাওয়ার দাপটে লন্ডভন্ড চেয়ার টেবিল।