COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


আন্দামান সাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। জানিয়েছে আবহাওয়া দফতর। এরপর ওড়িশা উপকূলেই আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় হুডুডের। এর জেরে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের একাংশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জেরে সতর্কতা নিয়েছে ওড়িশা প্রশাসন।


সরকারি কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে ১৬টি উপকূলবর্তী জেলার প্রশাসনকেও। শুকনো খাবার মজুত রাখা হয়েছে। কন্ট্রোল রুম খুলে বিভিন্ন দফতরের সঙ্গে সমণ্বয় রাখা হচ্ছে। তবে হুডুডের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।