লখনউ: প্রবল বৃষ্টি অ্যার ঝড়ের জেরে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। ধ্বংস আর মৃত্যুর ছবি রাজ্যের বিভিন্ন অংশ।  গতকাল রাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের পূর্ব ভাগে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রিস্ত হয়েছে। ঝড়ে নষ্ঠ হয়েগিয়েছে বহু ফসলও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, গত মঙ্গলবার থেকে উত্তরপ্রদেশে রেকর্ড বৃষ্টি হয়েছে। লখনউয়ের বহু রাস্তায় জল জমে গিয়ে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। শেষবার ২০০৯ সালে ৭ অক্টোবর একদিনে ৪৬.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এবার সেই রেকর্ড ভেঙে দিল হুদহুদ বর্ষণ।