ওয়েব ডেস্ক: ক্রমশ শক্রি বাড়াচ্ছে হুদহুদ। আজ সকাল দশটার মধ্যেই ঘূর্ণিঝড় প্রবল শক্তি সঞ্চয় করবে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। মনে করা হচ্ছে, রবিবার সকালেই বিশাখাপত্তনমে আছড়ে পড়তে পারে হুদহুদ। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কারণ ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কায় তত্পর প্রশাসন। এখনও পর্যন্ত ক্যাটাগরি ওয়ানে দাঁড়িয়ে রয়েছে হুদহুদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু, বিশাখাপত্তনমে আছড়ে পড়ার সময় সেটাই ক্যাটাগরি ফোরে পরিণত হতে পারে। এই ঝড়ের জেরে সমুদ্রে আট ফুট উঁচু ঢেউ উঠতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সতর্ক ওডিশা সরকারও। বায়ুসেনাকে প্রয়োজনে ব্যবহারের জন্য প্রতিরক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি রয়েছে।