ভারত কোনওদিন আমায় চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি : দলাই লামা
![ভারত কোনওদিন আমায় চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি : দলাই লামা ভারত কোনওদিন আমায় চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি : দলাই লামা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2017/04/05/82455-lfjlfdjljdfljdfljldfjljdfl.jpg?itok=-QpkEJ46)
বর্তমানে দলাই লামা ৭ দিনের অরুণাচল সফরে রয়েছেন। এবারও তাঁর সফরকে ঘিরে চিনা প্রতিরোধ উঠেছে। সেই প্রতিবাধ ও প্রতিরোধের মাঝেই খোদ দলাই লামা জানিয়ে দিলেন, তাঁকে কখনওই ভারত চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি।
ওয়েব ডেস্ক : যতবারই তিনি ভারতে এসেছেন ততবারই বিতর্ক ছড়িয়েছে। চিনের বিরোধীতা। সীমান্তে সমস্যা বা়ডার অভিযোগও উঠেছে বিস্তর। কিন্তু, তারপরও ভারত সরকার কোনওদিন বৌদ্ধ ধর্মপ্রচারক দলাই লামাকে ভারতে আসা থেকে আটকায়নি। এবারও তাই করেছে তারা। বর্তমানে দলাই লামা ৭ দিনের অরুণাচল সফরে রয়েছেন। এবারও তাঁর সফরকে ঘিরে চিনা প্রতিরোধ উঠেছে। সেই প্রতিবাদ ও প্রতিরোধের মাঝেই খোদ দলাই লামা জানিয়ে দিলেন, তাঁকে কখনওই ভারত চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি।
আরও পড়ুন- অরুণাচলে দলাই লামার সফর; ভারতকে ফের হুমকি দিল চিন!
আজ অরুণাচলে এক সাংবাদিক বৈঠকে বসেন দলাই লামা। সেখানে তিনি বলেন, ''আমি প্রাচীন ভারতীয় ভাবনার দূত। অহিংসা, শান্তি ও ধর্মনিরপেক্ষতার নীতি প্রচার করি। আর তা করতে গিয়ে বারবার ভারতে আসলেও, ভারত আমায় কোনওদিন চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি।''