ওয়েব ডেস্ক: দলিত ছাত্রের আত্মহত্যা ইস্যুতে উত্তাল জাতীয় রাজনীতি। দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবিতে সরব বিরোধীরা। হায়দ্রাবাদে ছাত্রদের অবস্থান থেকেই স্মৃতি ইরানিকে টার্গেট করেন রাহুল গান্ধী। অরবিন্দ কেজরিওয়াল অবশ্য সরাসরি প্রধানমন্ত্রীকেই নিশানা করেছেন। গোটা ঘটনায় বেশ চাপে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সহপাঠীর আত্মহত্যা নিয়ে রাজনীতি চাননি হায়দ্রাবাদে আন্দোলনকারী ছাত্ররা। তবে তা এড়ানোও গেল না। ছাত্রদের অবস্থান থেকেই মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী। অরবিন্দ কেজরিওয়াল অবশ্য প্রধানমন্ত্রীকেই নিশানা করেছেন। টুইটে তাঁর দাবি, 'এটা আত্মহত্যা নয়, খুন। গণতন্ত্র এবং সামাজিক ন্যায়কে খুন করা হয়েছে। দোষী মন্ত্রীকে বরখাস্ত করে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত মোদীজির।'


ছাত্রদের প্রতি সহমর্মিতা জানাতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে দুই সদস্যের তৃণমূল প্রতিনিধি দল। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেস, বাম এবং আপ সমর্থকরা।দলিত ছাত্রের আত্মহত্যা ইস্যুতে কিছুটা ব্যাকফুটে বিজেপি। দুই কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় এবং স্মৃতি ইরানির ইস্তফার দাবি ক্রমশ জোরাল হচ্ছে। বিজেপি অবশ্য মন্ত্রীদের পাশেই দাঁড়িয়েছে।


মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দাবি, 'ভিআইপি অভিযোগের ক্ষেত্রে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া নিয়ম বন্দারু দত্তাত্রেয়র চিঠি পেয়ে সেই নিয়ম মেনেই হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চিঠি পাঠানো হয়েছিল।' সরকারের যুক্তি যাই হোক, বিতর্ক থামছে না। ক্যাম্পাস ছাপিয়ে বিতর্কের আঁচ এবার রাজনীতির আঙিনায়।