ওয়েব ডেস্ক:  তিনি সর্বদাই লাইমলাইটের আলোয় থাকতে চান। যে পুলিসের চেয়ার বসেই হোক কিংবা কারোর গার্হস্থ্য বিষয়ে নাকগলানো, সবসময়ই বিতর্ক তৈরি করেছেন তিনি। সেই স্বঘোষিত ধর্মগুরু রাধে মা-র আরেক কীর্তি প্রকাশ্যে এলো। এবার ডান্স ফ্লোরে এক ব্যক্তির কোলে উঠে অশ্লীল ভঙ্গিমায় নাচলেন তিনি। রাধে মা-র সেই ভিডিও কয়েকটি হিন্দি সংবাদমাধ্যম প্রকাশ করে, যা এখন ভাইরাল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওতে দেখা গিয়েছে, রাধে মা কালো ও লাল রঙের একটি পোশাক পরেছেন। ডান্স ফ্লোরে একটি পাঞ্জাবী গান বাজছিল। সেই গানের তালে কোমর দোলাতে শুরু করেন রাধে মা। পরে এক অনুগামীর কোলে উঠে পড়েন তিনি। কোলে উঠে অশ্লীল ভঙ্গিমায় নাচতে শুরু করেন। রাধে মা-র নাচের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে।


সম্প্রতি পূ্র্ব দিল্লির বিবেক বিহার পুলিস স্টেশনে গিয়ে স্টেশন হাউজ অফিসারকে সরিয়ে নিজেই তাঁর চেয়ারে বসে পড়ে ছবি তোলেন রাধে মা। তাতেও নানা বিতর্ক দানা বেঁধেছিল। যদিও সমালোচনার মুখে পরে রাধে মা-র সাফাই, তিনি নাকি বাথরুমে যেতে গিয়ে ভুল করে চেয়ারে বসে পড়েছিলেন।