ওয়েবডেস্ক:  ফোনে ধরা পড়ল ডি-কোম্পানি প্রধান দাউদ ইব্রাহিমের কণ্ঠস্বর। একটি নিউজ চ্যানেল থেকে করা ফোনে কথা বলেন দাউদ ইব্রাহিম। ওই টিভি চ্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফোনের ওপারের ব্যক্তিটির কণ্ঠ দাউদেরই।বৃহস্পতিবার সন্ধ্যায় করাচিতে করা সিএনএন নিউজ ১৮ এর ওই ফোনটি তুলেছিলেন স্বয়ং দাউদ ইব্রাহিমই। টানা ১৯ মিনিটের ওই কথপোকথনের শুরুতে দাউদ নিজে ওই সাংবাদিককে তাঁর পরিচয় জিজ্ঞাসা করেন। নিউজ ১৮ এর দাবি ওই কণ্ঠস্বর গোয়েন্দাদের গত ৩১ মে রেকর্ড করা দাউদের কণ্ঠস্বরের সঙ্গে মিলে ‌যায়।করাচির ওই নম্বরে ফোন করার পর ‌যে ব্যক্তি ফোন তোলেন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনিই কি ডন দাউদ ইব্রাহিম? এর পরই ওই ব্যক্তি ফোনটি দিয়ে দেন অন্য এক জনকে। সেই ব্যক্তি নিজেকে দাউদ চোটানি বলে পরিচয় দেন। এই দাউদ চোটানি বহুদিন ধরেই দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চাকরি বদল করলে পিএফ নিয়ে আর ঝক্কি নেই, জেনে নিন খুশির খবর


সাংবাদিকের প্রশ্ন শুনে বিরক্ত হয়ে ‌যান দাউদ চোটানি। তিনি সাংবাদিককে বলতে থাকেন, সময় নষ্ট করবেন না। কার সঙ্গে আপনি কথা বলছেন জানানে? আপনার কোনও ধারণা রয়েছে? ওই কথাবার্তার পর টেপটি পরীক্ষা করে দেখছেন গোয়েন্দারা।ভারত বারবারই বলে আসছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানেই রয়েছে। কিন্তু পাকিস্তান সরকার তা কখনওই স্বীকার করেনি। সম্প্রতি ভারতের তৎপরতায় আরব আমিরশাহি সরকার দাউদের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি কিছুদিন আগেই শোনা গিয়েছিল দাউদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। এই ফোনালাপের পর এবার সেই জল্পনার অবসান হতে পারে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন  ‘নীল তিমি’র মরণফাঁদ, আত্মহত্যার চেষ্টা আরও এক ছাত্রের