ওয়েব ডেস্ক : চিকিত্সকরা বলেছিলেন, তাঁর বাঁচার কোনও আশা নেই। তাই তাঁকে আর হাসপাতালে না রেখে বাড়ি নিয়ে যাওয়াই ভালো। চিকিত্সকের কথা মতো তাঁকে বাডি় নিয়ে যাওয়ারই বন্দোবস্ত করেন পরিবারের লোকেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু কেরলের ইড়ুক্কি জেলায় ভ্যানডানমেদ গ্রামে বাড়ির কাছাকাছি অ্যাম্বুলেন্স যখন পৌঁছাল, তখন রোগীর কোনও রকম সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোক ভাবে তিনি 'মৃত'। আর তা ভেবেই বাড়ির লোক 'মরদেহ'টি শেষকৃত্যের আগে হিমঘরে রাখার বন্দোবস্ত করে। সেখানেও রাখাও হয় 'মরদেহ'। কিন্তু তারপরই ঘটে 'অলৌকিক ঘটনা'! একঘণ্টা হিমশীতল ঘরে থাকার পর, জীবিত হয়ে ফেরে 'মৃতদেহ'।


জানা গেছে, জন্ডিসে ভুগছিলেন বছর চল্লিশের কেরলের ওই মহিলা। দু'সপ্তাহ ধরে মাদুরাই হাসপাতালে তাঁর চিকিত্সাও চলে। কিন্তু তাঁর অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে শুরু করলে, তাঁর সুস্থ হওয়ার আশা ছেড়ে দেন চিকিত্সকরা।


আরও পড়ুন, প্রেমিকা বিয়েতে 'হ্যাঁ' বলতেই প্রেমিকের একলাফ, কিন্তু তারপর যা ঘটল...