নিজস্ব প্রতিবেদন: এখনও ‌যাঁরা প্যান-এর সঙ্গে আধার সং‌যোগ করে উঠতে পারেননি তাঁদের জন্য সুখবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্যান-আধার সং‌যুক্তির সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করল সরকার। সোমবার এমন কথাই জানানো হল। এনিয়ে মোট চারবার ওই সময়সীমা বাড়াল সরকার।


এদিকে, সরকার এমন কথা বললেও এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি রায় মনে করিয়ে দেওয়া ‌যেতে পারে। সম্প্রতি সুপ্রিম কোর্ট তার একটি রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সঙ্গে আধার সং‌যুক্তিকরণের ব্যাপারে সাধারণ মানুষকে বাধ্য করা ‌যাবে না। মামলা শেষ না হওয়া প‌র্যন্ত আধার সং‌যুক্তিকরণের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়া হল। একমাত্র জনকল্যাণমূলক প্রকল্পের ক্ষেত্রে আধার সং‌যুক্তি করতে হবে।


আরও পড়ুন-প্রধান বিচারপতিকে সরাতে ইমপিচমেন্ট মোশন, উঠেপড়ে লাগল বিরোধীরা


উল্লেখ্য, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস সম্প্রতি জানিয়েছিল প্যান-এর সঙ্গে আধার সং‌যোগ করার সময়সীমা ৩১ মার্চ। সুপ্রিম কোর্টের ওই রায় বের হওয়ার পরই নতুন সিদ্ধান্ত নিল সিবিডিটি। তবে ৩০ জুনের পরও সময়সীমা বাড়বে না এমন কিছু নিশ্চিত করে বলা ‌যাচ্ছে না।