নিজস্ব প্রতিবেদন:  প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি! NIA-র মুম্বই শাখায় পাঠানো হল মেল। কে পাঠাল? কোথায় থেকে মেল এল? তদন্তে নামলেন গোয়েন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক কী বলা হয়েছে মেলে? যিনি মেলটি পাঠিয়েছেন, তিনি লিখেছেন, 'আমি দেশজুড়ে ২০ জায়গায় হামলার ছক করছি। হামলার জন্য ২০ কেজি RDX রয়েছে। কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে পারি। স্লিপার সেল সক্রিয় রয়েছে'। প্রধানমন্ত্রীকে কেন নিশানা? মেল-প্রেরক উল্লেখ করেছেন, 'যত তাড়াতাড়ি পারি, মোদীকে মেরে ফেলতে চাই। প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেব। আমার জীবন ধ্বংস করে দিয়েছেন'। 



 



 


আরও পড়ুন: LPG Cylinder: আবার বাড়ল গ্যাসের দাম, জেনে নিন কত হল আপনার শহরে


এর আগে, চলতি বছরের শুরুতেই পাঞ্জাবের ফেরোজপুর জেলায় উড়ালপুরে প্রায় ২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। তখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কীভাবে এই ঘটনা ঘটল? পঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমনকী, বাজেটে প্রধানমন্ত্রী নিরাপত্তা খাতে বরাদ্দও বাড়ানো হয়।


আরও পড়ুন: AFSPA নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, ৩ রাজ্যে স্পেশ্যাল অ্যাক্টের পরিধি কমাল কেন্দ্র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)