ওয়েব ডেস্ক : মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ৮। ১৮ এপ্রিল ইন্দোরের রানিপুর এলাকার একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘিঞ্জি রানিপুর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় পার্শ্ববর্তী বাড়িঘর ও দোকান। পুড়ে যায় কমপক্ষে ২২টি গাড়ি। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৭ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বাজি দোকানের মালিক গুরবিন্দর সিং নারাংয়ের ছেলে দিলপ্রীত নারাংকে। তাঁর দেহের ৫০ শতাংশই পুড়ে গিয়েছিল। আজ সকালে হাসপাতালেই মারা যান দিলপ্রীত। বাবা গুরবিন্দর অবশ্য ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত।


আরও পড়ুন, কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে