ওয়েব ডেস্ক: ইশরত জাহান মামলায় হলফনামা বদল নিয়ে ইউপিএ আমলে দেশবিরোধী কাজ হয়েছে। এমনটাই অভিযোগ নীতিন গড়করির। তাঁর দাবি, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। ইশরত মামলায় সংসদেও বিতর্কের ঝড়।


AIADM চাইলে চিদম্বরম প্রসঙ্গে রাজ্যসভায় আলোচনায় রাজি সরকার। দাবি সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মোক্তার আব্বাস নকভি। হলফনামা বদল নিয়ে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পুনরায় খতিয়ে দেখার আর্জি জানান বিজেপি সাংসদ শত্রঘ্ন সিনহা। চিদম্বরমের জবাব তলব করেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। বিষয়টি নিয়ে কয়েকজন শীর্ষ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও চিদম্বরম ইস্যুতে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। তাঁর যুক্তি, কী কারণে ইশরত জাহান কাণ্ডে হলফনামা বদল হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন চিদম্বরম।