জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপিন্দর গোয়েল Zomato-এর প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সংস্থার সিইও। তার উত্থানের গল্প অত্যন্ত অনুপ্রেরণামূলক। তিনি সাফল্যের পথে জীবনের অনেক ব্যক্তিগত এবং পেশাদার বাধা অতিক্রম করেছেন। তার কোম্পানি একটি বেহেমথ এবং দ্রুত লাভজনক হয়ে উঠবে। তিনি এখন পর্যন্ত ChefKart এবং Unacademy সহ ১৬টি স্টার্টআপে বিনিয়োগ করেছেন। তার মোট সম্পদ কিচুদিন আগেই এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহামারী চলাকালীন, দীপিন্দর গোয়েল তার ডেলিভারি পার্টনারদের শিক্ষার জন্য টাকা দিতে ৭০০ কোটি টাকার  মূল্যের সমান স্টক দান করেন। তিনি পঞ্জাবের মুক্তসার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত সাধারণ ছাত্র ছিলেন বলেই জানা গিয়েছে। অষ্টম শ্রেণির পরীক্ষায় নিরীক্ষক তাকে সাহায্য করেন। অন্যথায় তিনি ফেল করতেন। যদিও তিনি পরীক্ষায় তৃতীয় স্থান পেয়েছিলেন। এই ঘটনাই তার জীবন বদলে দেয়।


এর পরে, তিনি স্কুলে প্রতিবার মেধা তালিকায় স্থান পেয়েছেন। তার পরিবার তাকে আইআইটি প্রস্তুতির জন্য চণ্ডীগড়ে পাঠায়। সেই সময় না পারলেও পরে তিনি আইআইটি দিল্লিতে সুযোগ পান।


আরও পড়ুন: Cyclone Biparjoy: ভারতে 'বিপর্যয়' আসার আগেই ৭ জনের মৃত্যু!


দীপিন্দর জানিয়েছেন, ‘আমি সময়ের সঙ্গে বদলেছি, কিন্তু এখনও কিছু জিনিস আছে যা নিয়ে আমার সমস্যা হয়’।


২০২১ সালে Zomato তালিকাভুক্ত হওয়ার পর গোয়েলের মোট সম্পদের পরিমাণ ৬৫০ মিলিয়ন ডলার (৫৩৪৫ কোটি টাকা) হয়ে যায়। সেই সময়ে, তিনি Zomato-এর ৪.৭ শতাংশ শেয়ার নিজের কাছে রেখেছিলেন।


আরও পড়ুন: NEET Result: প্রকাশ পেল NEET UG-র ফল, শীর্ষে তামিলনাড়ু


তিনি এখন কোম্পানি থেকে বেতন গ্রহণ করছেন না। যদিও, তিনি ESOPs হিসাবে ৩৫৮ কোটি টাকা পেয়েছেন। কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে ৬৬,৮৭৪ কোটি টাকা।


ইনস্টাগ্রামে নিজেকে ডেলিভারি বয় হিসেবে বর্ণনা করেছেন তিনি। তিনি প্রায়ই কোম্পানির প্রচারের জন্য গ্রাহকদের কাছে খাবার সরবরাহ করেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)