নিজস্ব প্রতিবেদন: বিজয়াদশমীতে বহু প্রতীক্ষিত রাফাল হাতে পাচ্ছে বায়ুসেনা। ফ্রান্সের সঙ্গে ধাপে ধাপে মোট ৩৬টি রাফাল বিমান কেনার চুক্তি করেছে ভারত। ওই বরাতের প্রথম বিমান আসতে চলেছে দেশে। বিমানের নির্মাণকারী সংস্থা দাসোঁর কারখানায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজনাথ। সেখানেই শস্ত্র পুজো করবেন প্রতিরক্ষামন্ত্রী। তারপর রাফালে একটা চক্করও কাটবেন।             


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার ৩ দিনের ফ্রান্স সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে পৌঁছে টুইট করেছিলেন,''ফ্রান্সে এসে দারুণ লাগছে। ফ্রান্সের মতো মহান দেশ ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। আমাদের সম্পর্ক আনুষ্ঠানিকতার বাইরে। ফ্রান্সে এসে দুদেশের কৌশলগত সম্পর্ক প্রসারিত করাই আমার লক্ষ্য।''          



এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুল মাকরেঁর সঙ্গে বৈঠক করেছেন রাজনাথ সিং। তাঁর প্রতিনিধি দলে থাকা প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন,''ফ্রান্সের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক। সবক্ষেত্রেই দ্বিপাক্ষিক সমঝোতা অগ্রসর হচ্ছে। দুটি দেশের প্রতিরক্ষা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।''          


বলে রাখি, ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ২০১৬ সালের সেপ্টেম্বরে সম্পাদিত ওই চুক্তি অনুযায়ী, পরের বছর মে মাসের আগে চারটি রাফাল হাতে পাবে ভারত। রাফাল কিনতে ভারতের খরচ হচ্ছে ৫৯০০০ কোটি টাকা।


আরও পড়ুন- মোদী ভারতের বিবিধতা বোঝেন না, বোঝেন শুধু হিন্দুত্ব: অমর্ত্য সেন