ওয়েব ডেস্ক : মাথাটা ঠিক একজন মানুষের মত। আর শরীরটা বাছুরের। 'ভগবান' বিষ্ণুর 'অবতার' ভেবে তাঁকেই পুজো করল গ্রামবাসী। ঘটনাটি  উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের প্রত্যন্ত এক গ্রামের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল এক গোশালায় জন্মায় বাছুরটি। জন্মের পরই দেখা যায় ওই বাছুরটির ঠিক মানুষের মত চোখ, নাক ও কান রয়েছে। তবে শরীরে বাকি অংশটা ঠিক গরুর মতই দেখতে। জন্মের ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু হয় ওই বিকৃত বাছুরের। কিন্তু ততক্ষণে এমন অদ্ভুত দেখতে বাছুরের জন্মের খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। কাতারে কাতারে মানুষ জড় হতে থাকে গোশালায়।


'মানবসদৃশ' বাছুরটিকে তাঁরা 'ভগবান' বিষ্ণুর ২৪তম অবতার 'গোকরণ' বলে দাবি করেন। মৃত বাছুরটিকেই মালা পরিয়ে পুজো করতে দেখা যায় গ্রামবাসীদের। এমনকী তাঁর কাছে নতজানু হয়ে বসে কেউ কেউ আশীর্বাদ প্রার্থনাও করেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, "ভগবান জন্ম নিয়েছে। এ কোনও সাধারণ বাছুর নয়। এই বাছুরের সমাধির উপর মন্দির তৈরি করা হবে।"  



আরও পড়ুন, 'মাটির মানুষ' যোগী আদিত্যনাথ চান না কোনও 'বিশেষ ব্যবস্থা'!