নিজস্ব প্রতিবেদন: গত বছর পাঁচ রাজ্যে ক্ষমতা হারানোর পর নতুন বছরে ফের এক রাজ্যে ধাক্কা খেতে চলেছে বিজেপি!  এমনটাই ইঙ্গিত দিল এবিপি নিউজ-সি ভোটারে সমীক্ষা।  অর্থাত্ গতবার যেভাবে বিজেপি ও কংগ্রেসকে মাটিতে পেড়ে ফেলেছিল আম আদমি পার্টি। এবারও তার ব্যতিক্রম হবে না। ফলে গদিতে সেই কেজরিওয়ালই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মাথায় রক্ত পড়েছে নাকি লাল রং? পরীক্ষা হোক, ঐশীর আঘাত নিয়ে প্রশ্ন দিলীপের 


গত বিধানসভা নির্বাচনে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬৭ আসন পেয়েছিল আম আদমি পার্টি। বিজেপি পেয়েছিল ৩ আসন।  শীলা দিক্ষীতের রাজপাট শেষ হওয়ার পর খাতাই খুলতে পারেনি কংগ্রেস।  এবার সি ভোটারের জনমত সমীক্ষা বলছে, আপ এর আসন কিছুটা কমলেও তারা পাবে ৫৯ আসন। গতবার আপের ভোট শতাংশ ছিল ৫৫।  এবারও তা অটুট থাকবে। বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। গত  বিধানসভা নির্বাচনের থেকে ৬ শতাংশ কম। কংগ্রেসের ভোট কমতে পারে ৫ শতাংশ।



গত বিধানসভা নির্বাচনের থেকে এবার বিজেপির আসন বাড়লেও তাতে আপের ওপরে কোনও প্রভাব পড়বে না। এমনটাই বলা হচ্ছে সমীক্ষায়। বলা হচ্ছে বিজেপি পেতে পারে  ৩-১৩ আসন।  কংগ্রেসের ভাগে খুব বেশি হলে আসতে পারে ৬ আসন।


আরও পড়ুন-সকাল ও রাতের বাজার করে রাখুন,বার্তা বিমানের; বনধ সফল করতে প্রত্যয়ী সূর্যকান্ত


উল্লেখ্য, আাগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হবে। ১১ ফেব্রুয়ারি ফলপ্রকাশ। এবার চিত্রতারকা মনোজ তিওয়ারিকে সামনে রেখে নির্বাচনে লড়ছে বিজেপি।  দিল্লির ঘরহীন মানুষদের ঘরে দিয়ে, অবৈধ বস্তিগুলিকে লাইসেন্স দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছে বিজেপি। তবে মাসে ২০০ ইউনিট বিদ্যুত্ ফ্রি দিয়ে, জল ফ্রি দিয়ে পাল্টা মনজয় করে রেখেছে আপ।  এটাই ভাবাচ্ছে বিজেপিকে।