নিজস্ব প্রতিবেদন: আক্রমণ, পাল্টা আক্রমণে জমে উঠেছে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার।  মঙ্গলবার দলের প্রচারে নেমে আজব মন্তব্য করলেন উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। তাঁর দাবি, অপেক্ষা করুন একদিন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসিও হনুমান চালিশা পড়বেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নামের সঙ্গে মিলিয়ে ফুল দিয়েই সাজানো হয়েছে ফুলবাগান মেট্রো স্টেশন, দেখুন


মঙ্গলবার উত্তর-পশ্চিম দিল্লির কিরারিতে এক সভায় বক্তব্য রাখছিলেন আদিত্যনাথ। সেখানেই তিনি বলেন, এইতো সবে কেজরিওয়াল হনুমান চালিশা পাঠ করা শুরু করেছেন। দেখুন এবার কী হয়। একদিন আসাদউদ্দিন ওয়েসিকেও  হনুমান চালিশা পাঠ করতে দেখবেন।



উল্লেখ্য, সোমবার এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, ‘একজন হিন্দু হিসেবে বিজেপি বলবে তারপরে আমি হনুমান চালিশা পড়ব এমন নয়।’ ওই কথা বলে তিনি স্টেজেই হনুমান চালিশা পড়ে শোনান। এনিয়ে হইচই পড়ে যায় বিরোধী শিবিরে।


আরও পড়ুন-'আল্লা আমার বিচার করবে', ভরা আদালতে বিচারককে জুতো ছুঁড়ল IS জঙ্গি মুসা


প্রসঙ্গত, এবার দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী ৮ ফেব্রুয়ারি। গণনা হবে ১১ ফেব্রুয়ারি। গত বিধানসভা নির্বাচনে ৭০ আসনের দিল্লি বিধানসভা কেজরিওয়ালের আম আদমি পাটি পেয়েছিল ৬৭ আসন। বিজেপি পেয়েছিল মাত্র ২ আসন।


এবার প্রচার করার জন্য একাধিক ইস্যু বিজেপির হাতে। ৩৭০ ধারা রদ, তিন তালাক প্রথা বাতিল করা থেকে শুরু করে হাতে রয়েছে এনআরসি ও সিএএ-র মতো ইস্যু। তা নিয়ে তারা জোরাল প্রচার করছে তারা।


এদিকে, বিজেপির কাছে হাতে গরম ইস্যু থাকলেও কেজরির হাতিয়ার কম পয়সার বিদ্যুত্, সরকারি স্কুলের উন্নতি, জলের ব্যবস্থা সহ একাধিক বিষয়। তাতেই সাফল্য আসবে বলে মনে করছে আপ।