জয়ের শুভেচ্ছা জানালেন মোদী; একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি, বললেন কেজরীবাল
কেজরীবালকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: ভোটের লড়াই শেষ। দিল্লির ক্ষমতায় ফের অরবিন্দ কেজরীবাল। রাজনীতির মাঠের লড়াই মাঠেই ফেলে কেজরীবালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করলেন,''আপ ও অরবিন্দ কেজরীবালকে দিল্লির বিধানসভা ভোটে জয়ের শুভেচ্ছা।''
ভোটের প্রচারে কেজরীবালকে 'সন্ত্রাসবাদী' বলে কটাক্ষ করেছিলেন বিজেপির সাংসদ। দুই দলের মধ্যে তীব্র হয়েছিল কথার লড়াই। কেজরীবালকে বিঁধেছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। পাল্টা দিতে ছাড়েননি দিল্লির মুখ্যমন্ত্রীও। মঙ্গলবার আপের দিল্লিজয় নিশ্চিত হওয়ার পর রাজনীতির লড়াই ভুলে কেজরীকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। টুইটারে প্রধানমন্ত্রী লেখেন,''আপ ও অরবিন্দ কেজরীবালকে দিল্লি বিধানসভা জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা দিল্লিবাসীর স্বপ্নপূরণ করতে পারবেন।''
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে কেজরীবাল টুইট করেছেন,''ধন্যবাদ স্যর। রাজধানীকে আন্তর্জাতিক শহর করতে কেন্দ্রের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।''
বুথফেরত সমীক্ষায় দিল্লিতে আপের প্রত্যাবর্তনের আভাস মিলেছিল। কিন্তু তার চেয়েও ভালো ফল করল কেজরীবালের দল। সকালে বিজেপি অনেকটা এগিয়ে থাকলেও বেলা বাড়তেই পিছিয়ে পড়ে তারা। ৫ বছর পরেও দিল্লিতে এক অঙ্কের ঘরেই সীমাবদ্ধ থাকল গেরুয়া শিবির। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ৫২টি আসন জিতে গিয়েছে আম আদমি পার্টি। ১০ আসনে এগিয়ে তারা। ৬টি আসন জিতেছে বিজেপি। ২টি আসনে এগিয়ে গিয়েছে তারা।
আরও পড়ুন- জেএনইউ-জামিয়ার দিল্লিতে আবারও নোটার কাছে বিশাল ব্যবধানে হারল সিপিএম