ওয়েব ডেস্ক : রমজানে মা-বাবার কাছে ফিরে এল সোনু। ছ-বছর আগে দিল্লির দিলশান গার্ডেনের বাড়ি থেকে হারিয়ে যায় সে। তখন সোনুর বয়স ছিল ছয়। পাচারকারীরা তাকে বাংলাদেশে নিয়ে যায়। গত ডিসেম্বরে বরগুণা জেলার বাসিন্দা জামালউদ্দিন মুসার চেষ্টায় সোনুকে উদ্ধার করে বাংলাদেশের স্থানীয় প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপর জামালউদ্দিন দিল্লিতে এসে সোনুর মা-বাবা মেহবুব আর মুমতাজকে খুঁজে বের করেন। খবর যায় বিদেশমন্ত্রকে। মেহবুব-মুমতাজের সঙ্গে সোনুর ডিএনএ পরীক্ষার রিপোর্ট মিলে যাওয়ায় সোনুকে খুব তাড়াতাড়িই দেশে ফেরানো হবে বলে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ দুপুরে ঢাকা থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌছয় সোনু। ছ-বছর বাংলাদেশে থাকায় হিন্দি ভুলে গেছে সে। সাংবাদিকদের হিন্দি প্রশ্নের উত্তরে সোনু শুধু বলতে পেরেছে ঘরে ফিরে ভাল লাগছে তার।


সোনুর মা-বাবা বলছেন, ইদে এর চেয়ে ভাল উপহার আশা করেননি তাঁরা। একইসঙ্গে জামালউদ্দিন বজরঙ্গিকে ধন্যবাদ জানাতে ভোলেননি মেহবুব-মুমতাজ।