Video: ট্রাফিক সামলাচ্ছিলেন পুলিসকর্মী, আচমকাই শিং দিয়ে শূন্যে তুলে আছাড় মারল বেয়াড়া ষাঁড়
গোটা ঘটনা ধরা পড়ছে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়
নিজস্ব প্রতিবেদন: বেপরোয়া ষাঁড় রেয়াত করল না পুলিসকেও। দিল্লির রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিসকে শিংয়ের খোঁচায় শূন্যে তুলে আছাড় মারল মাটিতে। দিল্লির দয়ালপুরের শেরপর চকে ডিউটি করছিলেন ওই পুলিসকর্মী। তখনই অতর্কিতে হামলা করে ষাঁড়টি।
গোটা ঘটনা ধরা পড়ছে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। দেখা যাচ্ছে, মনোযোগ দিয়ে ট্রাফিক সামলাচ্ছিলেন ওই পুলিসকর্মী। পাশেই খাবারের সন্ধানে ঘোরাফেরা করছিল ষাঁড়টি। আচমকাই সেটি পুলিস কনস্টেবলকে পেছনের দিকে থেকে শিং দিয়ে শূন্য তুলে মাটিতে আছাড় দিল।
ওই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মন্তব্য করেছে মাঠঘাটে গরু ছেড়ে রাখাতেই এমন বিপদ হয়েছে। দিল্লিতে যেভাবে বেওয়ারিশ পশু ঘেরাফেরা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কেউ লিখেছেন দিল্লির সুপ্রিম মেয়র ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রী কি ওই কনস্টবলের কাছে ক্ষমা চাইবেন?
আরও পড়ুন-''তিন মাসে ভোট সম্ভব নয়'', পাক নির্বাচন কমিশনের ঘোষণায় নয়া উদ্বেগ