নিজস্ব প্রতিবেদন: দিল্লির CBI দফতরে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার দিল্লির সিবিআই দফতরে ভয়াবহ আগুন লাগে। যদিও প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রত্যক্ষদর্শীদের মতে, পার্কিংয়ে আগুন লাগে প্রথমে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১১টা-১২টা নাগাদ পার্কিং লট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যেহেতু কাচের তৈরি বিল্ডিং তাই গ্লাস ভেঙে আগুন বাইরের দিকে বের করার চেষ্টা চলছে। তাহলেই দ্রুত পরিস্থিতি আসবে বলে দমকল কর্মীরা জানিয়েছেন। প্রাথমিকভাবে CBI দফতরের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যের আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। 


আরও পড়ুন, মোদীর মন্ত্রিসভায় ১৩ আইনজীবী, ৬ ডাক্তার, ৫ ইঞ্জিনিয়ার ও ৭ প্রাক্তন আমলা; গড় বয়স ৫৮


এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে সিবিআইয়ের সদর দফতরে আগুন লাগার পরই কর্মীদের বের করে আনা হয়। বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আগুন।