নিজস্ব প্রতিবেদন: প্রাপ্য় বেতন চাইতে যেতে কুকুর লেলিয়ে দিল মালকিন। মুখে পড়ল ১৫ টা সেলাই। এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল রাজধানী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্বপ্না নামে এক মহিলা দিল্লির ইন্দু আয়ুর্বেদিক স্পা সেন্টারে কাজ করতেন। জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত ওই স্পা সেন্টারে কাজ করেছেন এই মহিলা। তারপরে লকডাউনে বন্ধ হয়ে যায় স্পা। কিন্তু বারবার নিজের প্রাপ্য টাকার জন্য মালকিন নিকিতার সঙ্গে যোগাযোগ করেন স্বপ্না।


অবশেষে যখন ১১ জুন তিনি স্পা সেন্টারে  যান, তখন বেতন চাইতেই কুকুর লেলিয়ে দেয় মালকিন। কুকুরের কামড়ে ছিন্নবিন্ন হয়ে যায় স্বপ্নার মুখ। ২ টি দাত ভেঙে যায়, মুখে পড়ে মোট ১৫ টি সেলাই।


আরও পড়ুন: UGC নির্দেশিকার বিরুদ্ধে সরব শিক্ষার্থীরা, #StudentsLivesMatter ট্রেন্ডিং সোশ্য়াল মিডিয়ায়


কিন্তু চাঞ্চল্যকর ভাবে আরও একটি তথ্য উঠে এসেছে। ঘটনার পর স্থানীয় হাসপাতাল চিকিৎসা করতে নারাজ হয়। পুলিসের কাছ থেকেও কোনও রকম সাহায্য পাননি এই মহিলা। সবশেষে এইমসে চিকিৎসা হয়। কিন্তু ১১ জুনের এই ঘটনার মামলা দায়ের করতে পুলিসের লেগে গেল ২০ দিন। তাও স্থানীয় বিধায়ক ও এনজিওর হস্তক্ষেপে দায়ের হয়েছে মামলা। পুলিসের এত ধীরে চল নিতির উপরেই উঠছে প্রশ্ন।