নিজস্ব প্রতিবেদন: দেশে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার দাবিতে সহমত পোষণ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। শুক্রবার আদালত জানায়, বিভিন্ন ব্যক্তিগত আইনের (personal law) সংঘাতের জেরে সমস্যায় পড়ছে দেশের যুব সমাজ। তা হওয়া উচিত নয়। হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং বলেন,'ভারতীয় সমাজ ক্রমশ সমজাতীয় হয়ে উঠছে। ধীরে ধীরে সরে যাচ্ছে ধর্ম, জাতি এবং সম্প্রদায়ের চিরাচরিত বাধা। ফলে অভিন্ন দেওয়ানি বিধি শুধুমাত্র আর প্রত্যাশার পর্যায়ে থাকা উচিত নয়।' রায়ের একটি প্রতিলিপি আইনমন্ত্রকে পাঠিয়ে ভারত সরকারকে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।                          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাইকোর্টের (Delhi High Court) বিচারপতির পর্যবেক্ষণ,'বিভিন্ন সম্প্রদায়, আদিবাসী, জাতি ও ধর্মের মানুষেরা বিয়ে করতে গিয়ে সমস্যায় পড়ছেন। তার কারণ বিবিধ ব্যক্তিগত আইনের মধ্যে পারস্পরিক সংঘাত। বিশেষ করে বিবাহ ও বিচ্ছেদের ক্ষেত্রে বেশি সমস্যার সৃষ্টি করছে।'  


অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) প্রয়োজনীয়তা নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক রায়ের কথা উল্লেখ হয়েছে হাইকোর্টের নির্দেশনামায়। উল্লেখ রয়েছে ১৯৮৫ সালে শাহো বানো মামলারও। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ,'সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিন্ন দেওয়ানি বিধি শুধুমাত্র প্রত্যাশা হিসেবে সীমাবদ্ধ থাকা উচিত নয়।' বলে রাখি, ওই মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল,'বিভিন্ন মতাদর্শের প্রতি আনুগত্য ত্যাগ করে জাতীয় সংহতির কারণ হতে পারে সর্বজনীন দেওয়ানি বিধি।'


দিল্লি হাইকোর্টের এ দিনের পর্যবেক্ষণ, বিভিন্ন সময়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রয়োজনীয়তার সওয়াল করেছে সুপ্রিম কোর্ট। যদিও এব্যাপারে কতটা অগ্রসর হওয়া গিয়েছে তা এখনও পর্যন্ত অস্পষ্ট। 


আরও পড়ুন- ভোটকৌশলীকে এখনই ছাড়ছেন না নেত্রী, শুক্র-সন্ধ্যায় ঘণ্টা তিনেক বৈঠকে Mamata-Prashant