নিজস্ব প্রতিবেদন: তাৎক্ষণিক তিন তালাক দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিস। শুক্রবার রাজধানীর বড়া হিন্দু রাও থানায় স্বামীর বিরুদ্ধে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। ঘটনার তদন্তে নেমে শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আতির শামিম (২৯)। ২০১১ সালের নভেম্বরে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর স্ত্রীর অভিযোগ, গত ২৩ জুন তাঁকে তাৎক্ষণিক তিন তালাক দেন শামিম। এমনকী সেকথা জানিয়ে হোয়াটসঅ্যাপে একটি ফতোয়াও পাঠান তিনি। শামিমের বিরুদ্ধে মুসলিম মহিলাদের ওপর নির্যাতন রোধী আইন ২০১৯-এর অধীনে মামলা দায়ের হয়েছে।


গত সপ্তাহেই লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিরোধী বিল। বিরোধিতার মধ্যেই সরকার বিল পাশ করিয়ে তিন তালাককে গোটা দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। সঙ্গে তিন তালাকে অভিযুক্ত পুরুষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়েরের সুযোগ দেওয়া হয় পুলিসকে।