নিজস্ব প্রতিবেদন: একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে এক যুবককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হল। জরিমানার অঙ্ক দেখে এখন মাথায় হাত ওই যুবকের! ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, দিল্লির গীতা কলোনির বাসিন্দা দীনেশ মদন নামে এক যুবককে একাধিক ট্রাফিক আইন ভাঙার অপরাধে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, দীনেশকে সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের নথি সঙ্গে না থাকায় ৫,০০০ টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকায় ৫,০০০ টাকা, বিমা না করানোয় ৩,০০০ টাকা, হেলমেট না পরে গাড়ি চালানোর জন্য ১,০০০ টাকা আর পলিউশন সার্টিফিকেট না থাকায় আরও ১০,০০০ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ গুরুগ্রাম ট্রাফিক পুলিসের তরফে সব মিলিয়ে মোট ২৩ হাজার টাকার চালান ধরানো হয় দীনেশের হাতে।



আরও পড়ুন: বাইকে চড়ে ছিনতাইয়ের চেষ্টা! ছিনতাইবাজকে টেনে নামিয়ে পেটালেন মা-মেয়ে!


দীনেশ জানান, তাঁর স্কুটির দামই ১৫ হাজার টাকা আর তাঁকে জরিমানা গুনতে হচ্ছে ২৩ হাজার টাকা। তবে নিজের দোষ কুবুল করেছেন দীনেশ। বলেন, “এখন থেকে সবসময় আমি আমার নথিপত্র সঙ্গে রাখব”। সেই সঙ্গে জরিমানার অঙ্ক কিছুটা কমানোরও পক্ষেও সওয়াল করেন তিনি।