ওয়েব ডেস্ক : গুরমিত রাম রহিম সিং-এর সাজা ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার ধরা পড়লেন আরও এক ‘গডম্যান’। এবার দিল্লি থেকে গ্রেফতার করা হল ‘ইচ্ছেধারী বাবা’ নামে এক ব্যক্তিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, দক্ষিণ দিল্লিতে হাই প্রোফাইল ‘সেক্স র‍্যাকেট’ চালানোর অভিযোগেই স্বঘোষিত ওই গডম্যানকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব দিল্লির কৈলাশ থেকে গত ২৬ অগাস্ট ‘ইচ্ছেধারী বাবা’ নামে ওই স্বঘোষিত ‘গুরুকে’ করা হয় গ্রেফতার।


পুলিশ জানিয়েছে, শিবা ওরফে ‘ইচ্ছেধারী বাবার’ বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, মহিলা পাচার থেকে শুরু করে প্রতারণা, একাধিক অভিযোগ রয়েছে ওই ইচ্ছেধারী বাবার বিরুদ্ধে। পাশাপাশি রেল এবং খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে ঋতু নামে এক মহিলার কাছ থেকে নগদ ৩০ লক্ষ টাকা হাতানোর অভিযোগও উঠেছে ওই ‘বাবাজির’ বিরুদ্ধে।


জানা যাচ্ছে, ২০১৫ সালে আরও একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর জালে পড়েন শিবা নামে ওই ব্যক্তি। ওই সময় তাঁর বেশ কয়েকটি গাড়ি, ব্যাঙ্কের যাবতীয় তথ্য বাজেয়াপ্ত করা হয়।