সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে ধৃত মূলচক্রী ভিকি
প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে পুলিসের জালে অভিযুক্ত।
নিজস্ব প্রতিবেদন: সিবিএসই প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে এক অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিস। দিল্লির রাজিন্দর নগরে কোচিং চালান অভিযুক্ত ভিকি। এই ঘটনায় মূল চক্রী ভিকিই।
জি মিডিয়া জানতে পেরেছে, পড়ুয়াদের ফোন করে ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময় প্রশ্নপত্র বিক্রি করেছে এই চক্র। দিল্লির বাইরে ডেকে টাকা নেওয়া হত। উত্তমনগর বা রোহিনি স্টেশনের বাইরে সওদা হত। পরে তাঁদের হোয়াটসঅ্যাপ বা অন্য মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় প্রশ্নপত্র। এর সঙ্গে সিবিএসই বোর্ডের একাংশের যোগ থাকতে পারে বলে ধারণা পুলিসের।
সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক ও অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীদের কাঠগড়ায় কেন্দ্রের মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। এনিয়ে প্রকাশ জাভড়েকরের কাছে উষ্মাপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী। বুধবার ফের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে সিবিএসই। মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বলেন, ''সিবিএসই-র ইতিহাসে এটা কলঙ্ক। বিষয়টি দুর্ভাগ্যজনক। অভিভাবকদের মানসিক অবস্থা বুঝতে পারছি। আমিও রাতে ঘুমোতে পারিনি। ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।''
আরও পড়ুন- কেমব্রিজ অ্যানালিটিকার অফিসে কংগ্রেসের 'হাত', টুইটারে রাহুলকে খোঁচা স্মৃতির