নিজস্ব প্রতিবেদন— স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত সারা দেশে ৩২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অর্থাৎ প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া আর কোনও পথ নেই। কারণ করোনা আক্রান্তের চিকিত্সায় কোন ওষুধ ব্যবহার করা হবে তা এখনও সুস্পষ্ট নয়। গোটা বিশ্বে এখন তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত। মারা গিয়েছেন ১৩ হাজার মানুষ। উদ্বেগজনক পরিস্থিতি। তাই অন্তত একটা দিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন। সারা দেশ তাতে সায় দিয়েছে। তবুও রবিবার সকাল থেকে কিছু মানুষ উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। তাঁদের বোঝা্নো সম্ভব হয়নি। শেষমেশ দিল্লি পুলিস সেইসব অবুঝ মানুষদের বোঝাতে হাতে গোলাপ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার কার্ফু ভেঙে রাস্তায় নামলে ১১,০০০ টাকা জরিমানা করা হবে। এমনই একটি বিজ্ঞাপন শনিবার সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল। সেই বিজ্ঞাপনে দিল্লি পুলিসের নির্দেশিকা ছিল। পরে অবশ্য দিল্লি পুলিশের তরফে জানানো হয়, সেটি ভুয়া। এমন কোনও নির্দেশিকা দিল্লি পুলিস জারি করেনি। রবিবার রাজধানীর শুনশান রাস্তায় দেখা গিয়েছে কিছু মানুষকে। দিল্লি পুলিস তাদের হাতে গোলাপ দিয়ে বুঝিয়েছে, ''দয়া করে জনতা কার্ফু পালন করুন। এতে দেশ ও দশের ভাল। করোনার হাত থেকে বাঁচতে এই কার্ফু প্রয়োজন।'' কিন্তু কে শোনে কার কথা! বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর রাস্তায় ভিড় বেড়েছে।


আরও পড়ুন—  মুম্বই ও বিহারে করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু, সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়



দিল্লি পুলিসের তরফে টুইট করে জানানো হয়েছে, ''আপনাদের সুরক্ষার জন্য আমরা রাস্তায় রয়েছি। দয়া করে আপনারা বাড়িতে থাকুন। পুলিশকর্মীরা গাড়ি চালকদের গোলাপ ফুল দিয়ে অনুরোধ জানিয়েছেন, বাড়িতে থাকার জন্য। দয়া করে আপনারা আমাদের সমর্থন করুন।'' রবিবার দিল্লিতে মেট্রো পরিষেবা বন্ধ। সারা দেশে ট্রেন চলাচলে বন্ধ। গত ১৮ বছরের এই প্রথম গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।