নিজস্ব প্রতিবেদন: সঠিক সময়ে লকডাউনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ সামলে সুস্থতার হার বেড়েছে দিল্লিতে। করোনা মুক্ত হওয়ার সংখ্যা সংক্রমণের চেয়ে অনেক বেশি। এমনই স্বস্তির পরিস্থিতি আসতেই বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, ৩১ মে সোমবার থেকে ধাপে ধাপে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হবে লকডাউন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে হঠাৎ করে সব খুলে দেওয়া হবে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেজরিওয়াল। তাঁর কথায়, প্রাথমিকভাবে নির্মাণকাজ এবং কারখানাগুলি চালু করা হবে। বাকি সমস্ত কিছু বন্ধ থাকবে। আনলকে কী কী খোলা থাকবে, আর কিসে সিদ্ধান্ত পাওয়া যাবে তার জন্য সরকারের তরফে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে আর্জি জানান, অত্যন্ত প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। 


টানা ৪৪ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Lowest Daily Cases )। আর স্বাভাবিকভাবেই এর প্রভাব সুস্থতার হার ও সক্রিয় রোগীর সংখ্যাতেও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত (Corona Daily Cases) হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। এক ধাক্কায় অনেকটা বাড়ল সুস্থতার হারও (Recovery Rate)। বর্তমানে তা ৯০.৩৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৪১০ জন। পাশাপাশি চলছে টিকাকরণ কর্মসূচিও। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২০ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৬৬০ জন।