ভাঙলেও মচকাতে নারাজ, ব্যর্থতা ঢাকতে কী সাফাই জেটলির?
ওয়েব ডেস্ক: ভাঙলেও মচকাতে রাজি নন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নোট বাতিল নিয়ে আরবিআই-এর পরিসংখ্যান পেশে চাপে কেন্দ্রীয় সরকার। বিরোধীরা আক্রমণের ঝড় তুলেছে। এর মধ্যেই ফের নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করলেন জেটলি।
আরবিআই-এর বার্ষিক রিপোর্টে প্রকাশিত হয়েছে, ৯৯ শতাংশ পুরনো টাকাই ফিরে এসেছে। কেন্দ্রের অনুমান ছিল অন্তত ২০ শতাংশ টাকা আর ফেরত আসবে না। তবে আরবিআই-এর পরিসংখ্যানেই স্পষ্ট, কালো টাকার মোকাবিলায় কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছিল, তা চূড়ান্ত ফ্লপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পিছনে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলেছেন। তাঁর ইঙ্গিত, কালো টাকা সাদা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে জেটলির দাবি, নোটবন্দি ইতিবাচক পদক্ষেপ। টাকা বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরবিআই-এর রিপোর্টই বলছে, ১৭ শতাংশ নগদ কমে গিয়েছে। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোখাই সরকারের পরবর্তী পদক্ষেপ বলেও জানিয়েছেন জেটলি।
নোট বাতিল নিয়ে মোদী সরকারকে তীব্র খোঁচা দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। জেটলির কথায়, "নোট বাতিল নিয়ে ওঁর জ্ঞান নেই।" বিরোধীরা অবশ্য থেমে নেই। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী যখন নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করছিলেন, তখন বারবার কালো টাকা ও জাল নোটের কথাই বলেছিলেন। সেই লক্ষ্যে পৌঁছতে না পেরে যুক্তি সাজাচ্ছেন জেটলি।
আরও পড়ুন, নোট বাতিলের সিদ্ধান্ত বড় কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করছে, ফেসবুকে সরব মমতা