নোট বাতিলের সিদ্ধান্তে বিপাকে জঙ্গি সংগঠনগুলি, দাবি অমিত শাহর
নোট বাতিলের প্রভাব এবার সরাসরি পড়ল জঙ্গি সংগঠনগুলির ওপর। আজ বিরোধীদের কটাক্ষ করার পাশাপাশি নোট বাতিল নিয়ে এমনই মন্তব্য করলেন BJP সভাপতি অমিত শাহ। নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ততে বলিষ্ঠ পদক্ষেপ বলে দাবি করে তিনি বলেন, `বিরোধীরা এক সময় কালো টাকার ওপর ব্যবস্থা নেওয়ার জন্য চিত্কার করত। এখন সেই পদক্ষেপ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তারা এর বিরোধীতা করছে। এটা অদ্ভুত।`
ওয়েব ডেস্ক : নোট বাতিলের প্রভাব এবার সরাসরি পড়ল জঙ্গি সংগঠনগুলির ওপর। আজ বিরোধীদের কটাক্ষ করার পাশাপাশি নোট বাতিল নিয়ে এমনই মন্তব্য করলেন BJP সভাপতি অমিত শাহ। নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ততে বলিষ্ঠ পদক্ষেপ বলে দাবি করে তিনি বলেন, "বিরোধীরা এক সময় কালো টাকার ওপর ব্যবস্থা নেওয়ার জন্য চিত্কার করত। এখন সেই পদক্ষেপ গ্রহণ করার সঙ্গে সঙ্গেই তারা এর বিরোধীতা করছে। এটা অদ্ভুত।"
আরও পড়ুন- সাবেক ব্যাঙ্কিং ব্যবস্থায় 'ইসলামিক উইন্ডো' খুলতে চায় রিজার্ভ ব্যাঙ্ক
তাঁর আরও বক্তব্য, "দেখে মনে হচ্ছে কেন্দ্রের এই পদক্ষেপের ফলে অনেকেরই সমস্যা দেখা দিয়েছে। তাই তারা বিরোধীতা করছে।"
''আসলে নোট বাতিলের সিদ্ধান্তে ক্ষতি হয়েছে ভারতে ঢুকে পড়া একাধিক জঙ্গিগোষ্ঠীর। তারা এই ঘটনার পর অত্যন্ত সমস্যায় পড়েছে।'' দাবি অমিত শাহর।
গত ৮ নভেম্বর দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।