ওয়েব ডেস্ক: আরবিআই-এর রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে মমতা লিখেছেন, "আরবিআই-এর পরিসংখ্যান বড় দুর্নীতির দিকে ইঙ্গিত করছে। নোট বাতিলের সিদ্ধান্ত ফ্লপ শো। ৯৯ শতাংশ টাকাই ফিরে এসেছে। মাত্র ১ শতাংশ ফিরে আসেনি। কালো টাকা সাদা করার পরিকল্পনা ছিল এটা।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতার কথায়,"শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কৃষক, শ্রমিক ও অসংগঠিত ক্ষেত্র, ছোট শিল্পের সঙ্গে জড়িত মানুষদের ব্যাপক ক্ষতি হয়েছে। নোটবন্দির জন্য জিডিপি-র ৩ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছে দেশের। তার বদলে আমরা পেলাম বিগ জিরো।" 


মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, "কালো টাকাকে সাদা করতেই কী নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার? এটাই কী ছিল গোপন উদ্দেশ্য?" এনিয়ে তদন্তের দাবি করেছেন তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চকে এবিষয়ে নজর দেওয়ার আবেদনও রেখেছেন।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় প্রথম সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি, লখনৌ ও পটনায় তিনি নোটবন্দির বিরোধিতায় সভা করেছিলেন।


আরও পড়ুন, নোট বাতিলের সিদ্ধান্তে ২১ হাজার কোটি খরচ করে ১৬ হাজার কোটি টাকা পেয়েছে আরবিআই