নিজস্ব প্রতিবেদন: দেওঘর রোপওয়ে দুর্ঘটনায় উদ্ধারকার্যের সময় ফের বিপত্তি। সোমবার চপারে তোলার সময় হাত ফসকে পড়ে গিয়েছিলেন এক ব্যক্তি। আজ ফের একজন। এবার বায়ুসেনার চপারে টেনে তোলার সময় দড়ি ছিড়ে নীচে পড়ে গেলেন এক মহিলা। ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, মঙ্গলবার রোপওয়ে দুর্ঘটনায় উদ্ধারকার্য শেষ করে ফেলল বায়ুসেনা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রোপওয়ে দুর্ঘটনায় এখনওপর্যন্ত মোট ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। তাদের চিকিত্সা চলছে। গত ৪৫ ঘণ্টায় মোট ৪৭ জনকে উদ্ধার করল বায়ুসেনা।



দেওঘরের ত্রিকূট পাহাড়ের ওই রোপওয়ের দৈর্ঘ ৭৬৬ মিটার। এটিতে রয়েছে মোট ২৫টি কেবিন। প্রতিটি কেবিনে বসতে পারেন ৪ জন। রবিবার কয়েকটি ট্রলির ধাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। প্রায় ১৫০০ ফুটে উঁচুতে আটকে যায় ট্রলিগুলি। গোটা এলাকাটি বনাঞ্চলে ঘেরা ও উঁচু পাহাড় থাকায় উদ্ধারকার্যের জন্য ডাকা হয় বায়ুসেনাকে।   


আরও পড়ুন-অনুব্রতর আরোগ্য কামনায় শাল-চন্দন কাঠে বিশাল যজ্ঞ, কোন উপকরণ কত পরিমাণ লাগল?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)