ডিসেম্বরের মধ্যে কত শতাংশ টিকা? ডেরেকের প্রশ্নে `তথ্য` নেই স্বাস্থ্য মন্ত্রীর
গত ২০ জুলাই টিকাকরণ (Covid Vaccination) নিয়ে তৃণমূলের (TMC) প্রশ্নের উত্তর না দেওয়ায় ওয়াকআউট করেছিলেন দলের সাংসদরা।
নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বরের মধ্যে ভারতের কত শতাংশ জনতার টিকাকরণ? রাজ্যসভায় জানতে চেয়েছিলেন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)। কিন্তু যথাযথ উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। ওই অংশের ভিডিয়ো টুইট করলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা।
গত ২০ জুলাই টিকাকরণ নিয়ে তৃণমূলের প্রশ্নের উত্তর না দেওয়ায় ওয়াকআউট করেছিলেন দলের সাংসদরা। ওই দিনের ভিডিয়ো টুইট করেছেন ডেরেক (Derek O'Brien)। সেখানে দেখা যাচ্ছে, তিনি প্রশ্ন করছেন,'২০২১ সালে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের কত মানুষের 'দুটি ডোজের টিকাকরণ সম্পূর্ণ হবে? কারণ এখনও তা ৫ শতাংশের নীচে।' কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) জবাব দেন, 'আমরা চেষ্টা করছি দেশের সব নাগরিকদের যতটা তাড়াতাড়ি সম্ভব দেওয়া হবে। দ্বিতীয় ডোজ দেওয়াও শুরু হয়েছে। বেড়েছে টিকার উৎপাদন।' তখন ডেরেক আপত্তি করেন,'এটা উত্তর হতে পারে না।'
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্কদের টিকাকরণের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু টিকার জোগান কম থাকায় এ যাবৎ টিকাকরণের পরিসংখ্যানও ততটা উৎসাহব্যাঞ্জক নয়। ফলে লক্ষ্য কতটা পূরণ হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন- 'দিদিকে বলো' ও 'দুয়ারে সরকার'-এ ৯৫% সমাধান, Mamata-র প্রশংসায় অমর্ত্যর ট্রাস্ট