ওয়েব ডেস্ক: শীতকালীন অধিবেশনের পর বাজেট অধিবেশন। শুরু থেকেই নোট ইস্যুতে সরব তৃণমূল। আজ রাজ্যসভায় ফের মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন ডেরেক ও'ব্রায়েন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবেও সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজেট বয়কট। তাই অধিবেশনের প্রথম দু-দিন সংসদে যাননি তৃণমূল সাংসদরা। শীতকালীন অধিবেশনে নোট বাতিল ইস্যুতে সরব ছিলেন তাঁরা। বাজেট অধিবেশনের গোড়াতেও কার্যত সেখান থেকেই শুরু করল তৃণমূল। বৃহস্পতিবার রাজ্যসভায় জিরো আওয়ারে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেন ডেরেক ও'ব্রায়েন।


আরও পড়ুন- বাজেট থেকে কীভাবে লাভের অঙ্ক ঘরে তুলবেন আপনি?


ডেরেকের বক্তব্যের পরই রাজ্যসভা থেকে ওয়াক আউট করে তৃণমূল। দুপুরের পর শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক আলোচনা। আলোচনায় অংশ নিয়ে ফের তোপ দাগেন ডেরেক ও'ব্রায়েন।


সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে নোট বাতিলের জেরে মানুষের দুর্ভোগের বিষয়টি জায়গা পায়নি। কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদও এই অভিযোগে সরব হন। সাংসদ ই. আহমেদের মৃত্যুতে এ দিন লোকসভার অধিবেশন বসেনি। শুক্রবার ফের সংসদ শুরু হলে নোট বাতিল ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। 


আরও পড়ুন- কোথায় কোথায় লগ্নি করে কর বাঁচাতে পারবেন আপনি?