নিজস্ব প্রতিবেদন: নেত্রী আগেই জানিয়ে দিয়েছেন,'বাংলায় খেলা হয়েছে। ২০২৪ সালে গোটা দেশে খেলা হবে।' সেই সুরেই রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) কার্যত হুঁশিয়ারি দিলেন,'বাংলায় যা হয়েছে গোটা দেশে তা ঘটবে।'              


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাজ্যসভায় সংবিধানের ১২৭ তম সংশোধনী বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। এই সংশোধনী অনুযায়ী, চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) তালিকা তৈরি করার ক্ষমতা পেয়েছে রাজ্য সরকারগুলি। পেগাসাস নিয়ে সংসদে বিরোধী হট্টগোল করলেও এই বিলে তারা পাশে দাঁড়িয়েছে। এ নিয়ে রাজ্যসভায় আলোচনার সময় এ দিন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) বলেন,'বিলটিকে আমরা সমর্থন দিচ্ছি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর (PM Modi) অভাব অনুভব করছি। এটা গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল। প্রধানমন্ত্রী এখানে এসে আমাদের কথা শুনুন। আমি নিশ্চিত এই আবেদন কানে তুলবেন।' কটাক্ষও ছুড়ে দিয়েছেন ডেরেক (Derek O'Brien)। তাঁর কথায়,'অলিম্পিকের ধারা মেনে প্রধানমন্ত্রীর ছবিও রাখতে পারি। তবে সেটা সঠিক সংসদীয় আচরণ হবে না।'     


জিএসটি-র মতো একাধিক আইন প্রণয়নে সরকার ব্যর্থ বলে মনে করেন ডেরেক (Derek O'Brien)। তাঁর কথায়,'সরকারের কাছে অনুরোধ আমাদের পরামর্শ শুনুন। তাড়াহুড়ো করবেন না। অবস্থান বদল করুন। নচেৎ বাংলায় যা ঘটেছে তা এবার গোটা দেশে হবে।'       


ফোনে আড়িপাতা-কাণ্ডে প্রধানমন্ত্রীকে আরও একবার খোঁচা দেন ডেরেক (Derek O'Brien)। তিনি বলেন,'কোনও সংশয় নেই যে অলিম্পিকের মহান আদর্শে বিশ্বাসী প্রধানমন্ত্রী। সেনা, সংবাদমাধ্যম, বিচারব্যবস্থা, সমাজকর্মী, বিরোধী দলের সদস্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জড়িত অলিম্পিকের দেবতা পসেইডন। কারণ পসেইডনের ছেলে পেগাসাস। সরকার আলোচনা চায় না। কারণ অনেক কঙ্কাল বেরিয়ে আসবে।' 


আরও পড়ুন- Retrospective Tax: অতীতের ভুল শোধরাচ্ছি, 'প্রণব-কর' ছেঁটে শিল্পমহলকে বার্তা Modi-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)