ওয়েব ডেস্ক : বিয়ে হয়েছে, এক রাতও কাটেনি। তার মধ্যেই এই কাণ্ড ঘটাল এই কনে। প্রায় আড়াই লাখ টাকার গয়না নিয়ে শ্বশুরবাড়ি থেকে চম্পট দিল সে। ঘটনাটি দিল্লির সরোজিনী নগরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৩ ফেব্রুয়ারি ২৬ বছরের ওই যুবতীর সঙ্গে বিয়ে হয় শ্যামবাবুর। পরদিন সকালে শ্যামবাবুর বাড়ির লোক নতুন বউকে ঘুম থেকে ডাকতে ঘরে গেলে, দেখে যে ওই যুবতী ঘরে নেই। সেইসঙ্গে নেই ওই যুবতীর সঙ্গে থাকা স্যুটকেসটিও। তারপরই দেখা যায়, বিয়ের আড়াই লাখ টাকা গয়না নিয়ে চম্পট দিয়েছে ওই যুবতী। তার মোবাইলে ফোন করা হলে, দেখা যায় ফোনটি সুইচড অফ।


এই ঘটনায় নাজিরাবাদ থানায় অভিযোগ দায়ের করেন শ্যামবাবু। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।


আরও পড়ুন, 'ABVP-কে ভয় পাই না', ভাইরাল কার্গিল শহিদের মেয়ের গর্জন