ওয়েব ডেস্ক : ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। আজ থেকেই এই বর্ধিত দাম কার্যকর করা হল। পেট্রেলে লিটার পিছু ৫ পয়সা ও ডিজেলে লিটার পিছু ১টাকা ২৬ পয়সা করে দাম বাড়ল আজ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে ৩১ মে ডাম বেড়েছিল পেট্রোল ও ডিজেলের। সেই সময় পেট্রোলে লিটার পিছু ২ টাকা ৫৮ পয়সা ও ডিজেলে ২ টাকা ২৬ পয়সা হারে দাম বাড়ানো হয়েছিল।


প্রত্যেক মাসের ১ ও ১৬ তারিখ দেশের পেট্রোলিয়াম সংস্থাগুলি যৌথভাবে এই দাম বৃদ্ধি বা হ্রাসের সিদ্ধান্ত নেয়। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের উপরই নিভর করে এই দামের ওঠা নামা।