নিজস্ব প্রতিবেদন: বিদায়বেলা এ যেন শীতের ঘুরে দাঁড়ানো। গরম জামা বাদ দিয়ে হালকা সূতির জামায় সপ্তাহের শুরুটা হলেও শেষটা ফের সোয়েটার পরতে হতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। গতকাল একধাক্কায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। তবে রাতের তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।


মৌসম ভবন সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। ফলে উত্তর-পূর্ব-সহ মধ্য ভারতেও শীতল আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে এ রাজ্যেও। এ রাজ্যেও ফের নামবে পারদ। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস মিলেছে আলিপুর আবহাওয়া দফতর থেকে।


আরও পড়ুন: মানব পাঠানোর আগে ISRO-র গগনযানে সওয়ার হয়ে মহাকাশে যাবে ব্যোমমিত্র


সপ্তাহের শেষে আরও কিছুটা পারদ নামার সম্ভাবনা রয়েছে। নতুন করে আর যদি কোনও ঘূর্ণাবর্ত তৈরি না হয়, তা হলে দ্বিতীয় ইনিংসের ঝোড়ো ব্যাটিংয়ে আরও বেশ কিছুদিন শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।