ওয়েব ডেস্ক : জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়াননি। সেই ‘অপরাধেই’ এ প্রতিবন্ধীকে ‘পাকিস্তানি’ বলে সম্মোধন করা করা হয়। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে নানা ধরণের কুকথা বলেও অপমান করা হয় বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাস্থল অসমের গুয়াহাটি। শুক্রবার সেখানকারই একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যান আরমান আলি নামে ব্যক্তি। সিনেমা শুরু আগে জাতীয় সঙ্গীত চলাকালীন প্রতিবন্ধী ওই ব্যক্তি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারেননি। সেই ‘অপরাধেই’ আরমান আলি নামে ওই ব্যক্তিকে কটাক্ষ করা হয়। অভিযোগ করা হয়, ‘সামনে এক পাকিস্তানি ব্যাইঠা হ্যায়’(সামনে একজন পাকিস্তানি বসে রয়েছেন)।


বিষয়টি ছড়িয়ে পড়তেই মুখ খোলেন আরমান আলি। বলেন, ‘জাতীয় সঙ্গীত চলার সময় উঠে দাঁড়াতে পারিনি বলে ওঁরা নানা ধরনের মুখভঙ্গি করছিলেন।’ তিনি ওই সময় ভয়ও পেয়ে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন আরমান আলি।