ওয়েব ডেস্ক: বন্যায় বিপর্যস্ত উত্তর ও মধ্য গুজরাতের বেশ কিছু জেলা। জলের তলায় কুড়িটি হাইওয়ে। দিল্লি আহমেদাবাদ রেল লাইনেও উঠছে জল। অবস্থা এমন আহমেদাবাদ দিল্লি রাজধানী এক্সপ্রেসকে মেহসানা স্টেশন থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কম করে পচিশ হাজার মানুষকে নিচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্য চালাচ্ছে।  বিপর্যয় মোকাবিলায় তৈরি রাখা হয়েছে বিমান বাহিনীকে। উদ্ধারকার্যে ব্যবহার হচ্ছে পাঁচটি হেলকপ্টার। আগামী ঊনত্রিশে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টিতে রাজস্থান, হিমাচল প্রদেশ উত্তর প্রদেশের বিশ কিছু অংশ বিপর্যস্ত। তবে বন্যা বিধ্বস্ত অসমের অবস্থা বেশ খানিকটা উন্নতি হয়েছে। (আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে পাশের রাজ্য ঝাড়খণ্ডের অতিবৃষ্টি)