ওয়েব ডেস্ক: রাজধানীতে এবার শব্দবাজি ছাড়াই হবে দীপাবলী। সোমবার সুপ্রিমকোর্ট শব্দবাজি নিয়ে হওয়া একটি মামলায় পুরনো রায়ই বহাল রাখল। ফলে দিল্লিতে শব্দবাজি বিক্রি করলেই দোকানদারের লাইসেন্স বাতিল করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বছর সুপ্রিম কোর্ট দিল্লিতে শব্দবাজি বিক্রি, মজুত করার ওপরে নিষেধাজ্ঞা জারি করে। ওই রায়ের পর অর্জুন গোপাল নামে এক কিশোর সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করে। ওই আবেদনে বলা হয়ে শব্দবাজির বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।


ওই মামলার গত ৬ অক্টোবর রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্টের ৪ বিচারপতির বেঞ্চ। পরে গত নভেম্বরে রায় দেওয়া হয় দিল্লি ও সংলগ্ন এলাকায় দীপাবলীতে শব্দবাজি বিক্রি করা ‌যাবে না।


উল্লেখ্য, গতবছর দীপাবলীর পরদিন সকালে দিল্লি ও তার সংলগ্ন এলাকার আকাশ বিষাক্ত ধোঁয়ায় ভরে ‌যায়। তাই নিয়ে হইচইও হয় প্রচুর।


আরও পড়ুন-বর্ষাসুরের তাণ্ডব! দুর্যোগ জেলায় জেলায়